Monday , 29 April 2024
ব্রেকিং নিউজ

আমাদের পুলিশের প্রধাণ মহোদয় এর কথা:সাধারণ মানুষ এর সাথে ভাল আচরণ কামরাঙ্গীর চর থানা পুলিশ কি করতে পারে নাটক সাজিয়ে!! মাদকের টাকা আত্বসাৎ

নুরজাহান ঃ-
কামরাঙ্গীর চর থানা পুলিশ কি করতে পারে নাটক সাজিয়ে। মোঃ জিন্নাতুল ইসলাম সাব-এডিটর (দি ডেইলী সন্ধ্যাবাণী, দি ডেইলী প্রেজেন্ট টাইমস) জাতীয় দৈনিক। বিগত ১৪/৩/১৮ ইং তারিখ কি যটেছিল বিএনপি নেতা শহীদুল ইসলামের ৫ম তলার ভাড়াটিয়া আলমগীর এর বাসায়।পুলিশ গ্রেফতার করেছিল আলমগীর এর সহ ধর্মীনি ইমু আক্তার কে। হয়েছে সাজানো মামলা, কামরসঙ্গীর চর থানার মামলা নং ( ২২(৩) ১৮), তারিখ- ১৪/০৩/১৮ইং ধারা, মাদক দ্রব্য আইনের ।আসামী ১।ইমু আক্তার ২।আলমগীর ত।শহীদুল। এখন তথ্য উৎযাটনে বাংলাদেশ রিপোটার্স ক্লাবের সদস্য বূন্দ আলমগীর ও তার মায়ের সাথে কথা বলেছেন, কি যটেছিল ঐ দিন সুমন নামে একজন এর সাথে পরিচয় হয়, আলমগীর এর সাথে। এই সুবাদে সুমন আলমগীর এর বাসায় যাওয়া আসা করত। সুমন এর ওয়াইফ আলমগীর কে সমিতি থেকে ৫০০০০টাকা ঋণ দিয়েছিল। আলমগীর তা পরিশোধ ও করেছে।সুমন, আলমগীর এর ওয়াইফ কে কু প্রস্তাব দেয়, তখন সুমন কে আলমগীর আর বাসায় আসতে নিষেধ করেছে। এই শুরু হল বদমায়েশী। সুমন এখন কামরাঙ্গীর চর পুলিশের সোর্স, আরেক সোর্স চান্দু কে দিয়ে এই ফিটিং মামলার উৎপত্তি। গতকাল রাতে ও সকালে আলমগীর এর মা এর নিকট থেকে, সুমন এর বাবা তারা মিয়া, মামলা হালকা করে দিবে বলে, ৫০,০০০+৫০০০০:১০০০০০ টাকা নিয়ে পুলিশ কে দিয়েছে। গতকাল টেবলেট পাওয়া গেছে মর্মে কোন তথ্য পাওয়া যায়নি।অথচ মামলায় উল্লেখ করা হয়েছে ১২৩ পিস ইয়াবা টেবলেট।এই তথ্য সংগ্রহ করার সময় সাংবাদিকরা কোন টেবলেট এর সন্ধান পায়নি,আর এই মেশিন টা ক্রয় এর রশিদ আছে,তারা বলছেন জুতা তৈরির মেশিন। নগদ প্রায় ২ লাখ টাকা কোথায় গেল, আসামী গণ বলেছেন, মামলায় টাকা উল্লেখ আছে ৪৭ হাজার ৪ শত ৩০ টাকা, কিš‘ু বাকী টাকা কোথায়? জব্দ তালিকায় ২ জোড়া কানের দুলের উল্লেখ নেই। আমরা এখন কোন দেশে আছি, টাকার জন্য পুলিশ ২ মাসের অন্ত:সত্বা ইমুকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে, তার ৫ বছরের ছোট ছেলে সহ। আরও তথ্য উৎযাটনে, একদল নির্ভীক সাংবাদিক সরে জমিনে কাজ করছেন।রহস্য উৎযাটন করে, জাতির সামনে তুলে ধরব। এই ব্যাপারে, আসামী পক্ষ নিজেকে নির্দোষ দাবী করে,সংশ্লিষ্ট মণ্রনালয়, পুলিশ প্রধাণ বরাবর ওসি শাহীন ফকির এর বিরুদ্দে অভিযোগ দাখিল করবেন মর্মে জানায়।আর সাংবাদিক দের কে লান্চিত করার কারণে, কামরাঙ্গীর চর রিপোটার্স ক্লাব, অভিযোগ করবে বাংলাদেশ রিপোটার্স ক্লাবে বাংলাদেশ প্রেস কাউন্সিল,পুলিশ হেড কোয়ারটার্স,স্বরাষ্ট,তথ্য মন্রনালয়,স্হানীয়,সংসদ এর নিকট ওসি শাহীন কে এই যূনিত কাজের কারণে থানা হইতে অপসারনের জন্য।

About crimenews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top